"শ্রীরামকৃষ্ণ আশ্রম, রায়গঞ্জ", রায়গঞ্জ তথা উত্তরবঙ্গে রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবপ্রচারের ক্ষেত্রে একটি পরিচিত নাম। পূজ্যপাদ স্বামী গদাধরানন্দজী মহারাজের অনুপ্রেরণায় এই অঞ্চলের কিছু শ্রীরামকৃষ্ণ-ভাবানুরাগী ভক্তবৃন্দের দ্বারা আশ্রমটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে। ভক্ত ও শুভানুধ্যায়ীবৃন্দের একান্ত আগ্রহে ও দানে ২০১৬ সালে এই আশ্রমের জমিতে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের একটি সুন্দর মন্দির নির্মিত হয়। যথাবিধি প্রতিষ্ঠাকার্যান্তে এই নতুন মন্দিরের দ্বার উদ্‌ঘাটন করেছিলেন পরম পূজনীয় স্বামী শিবময়ানন্দজী মহারাজ।

ভক্তদেরই আন্তরিক আবেদনে সাড়া দিয়ে বেলুড় মঠস্থিত রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ ২০২০ সালে আশ্রমটিকে বেলুড় মঠের অধীনস্থ একটি শাখাকেন্দ্ররূপে অধিগ্রহণ করেন এবং এর নাম হয় “রামকৃষ্ণ মিশন, রায়গঞ্জ”।

বেলুড় মঠস্থিত রামকৃষ্ণ মিশনের দ্বারা সদ্য অধিগৃহীত এই শাখাকেন্দ্রটির সেবাকাজের প্রসারের জন্যে এবং আশ্রমের নিজস্ব কিছু প্রকল্পের ব্যয় নির্বাহের জন্যে আমরা আবার সুধী ভক্তবৃন্দ এবং শুভানুধ্যায়ীদের কাছে আন্তরিক আবেদন জানাচ্ছি।

নীচে আশু প্রয়োজনীয় প্রকল্পগুলি এবং তাদের আনুমানিক খরচের একটি সংক্ষিপ্ত তালিকা দেওয়া হল :

 ক. একটি ত্রিতল সাধু নিবাস নির্মাণ ১,৫০,৩০,৮৮০/- টাকা
 খ. বিনামূল্যে কোচিং সেন্টার, দাতব্য চিকিৎসালয় এবং ত্রাণ কাজের জন্য  ৫০,০০,০০০/- টাকা
 গ.  আশ্রমের দৈনন্দিন কাজ পরিচালনার জন্য একটি স্থায়ী তহবিল  ৫০,০০,০০০/- টাকা
   মোট  ২,৫০,৩০,৮৮০/- টাকা

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের বিশেষ সহায়তা ছাড়া এই কাজগুলি সম্পন্ন করা সম্ভব নয়।

সকলের আন্তরিক সহযোগিতা প্রার্থনা করি।

শ্রীশ্রীঠাকুর, শ্রীশ্রীমা ও স্বামীজী মহারাজের চরণে সকলের সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনা করি।

নমস্কারান্তে
স্বামী পরেশাত্মানন্দ
(সুদীপ্ত মহারাজ)
সচিব


 * ব্যাঙ্কের বিবরণ : State Bank of India : SME Raiganj : Current A/c No. 40307791451: IFSC Code – SBIN0005523.

* দাতাদের পুরো নাম, পিন সহ ডাক ঠিকানা, প্যান নম্বর এবং ফোন নম্বর ই-মেইল (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.) / হোয়াটসঅ্যাপের (7980000421) মাধ্যমে পাঠাতে অনুরোধ করা হচ্ছে। 80G রসিদ পেতে, অনুগ্রহ করে চেক/ড্রাফ্ট/অনলাইনের মাধ্যমে অনুদান পাঠান ।